শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হরিপুরে ভটভটির ধাক্কায় শিশু নিহত

কবিরুল ইসলাম কবির, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুরে ডিজেল চালিত ভটভটির ধাক্কায় জুনায়েদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

জুনায়েদ রানীশংকৈল উপজেলার রসুনপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

ঘটনাটি ঘটে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চৌরঙ্গী-কাঠালডাঙ্গী সড়কের আফজালদীঘি নামকস্থানে ।

নিহত জুনায়েদের নানা ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গত কয়েক দিন আগে হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও (আফজালদীঘি) গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার পাঁকা রাস্তায় খেলার সময় পাট বোঝাই ডিজেল চালিত ভটভটি ধাক্কা দিয়ে জুনায়েদ ঘটনাস্থলেই মারা যায়।