
কবিরুল ইসলাম কবির,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মুক্তিযোদ্ধা হাসিরউদ্দীন (৬০) বুধবার বিকাল ২.৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই ছেলেসহ অসংখ্যা আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃস্প্রতিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যদায় জানাযার নামাজ শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা হাসিরউদ্দীন হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামের মৃত মহিউদ্দীনের ছেলে। তাঁর মুক্তিবার্তা নং-০৩১০০৫০০৪২, গেজেট নং-১০২৫, তিনি ৭ নম্বর সেক্টরে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন।