
কবিরুল ইসলাম কবির,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপ-সচিব (সমন্বয় ও মনিটরিং) নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার প্রমূখ। সভায় উপজেলার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পুর্বে উপজেলার আমগাঁও চন্ডিপুর-১, চন্ডিপুর-২ ও ঝাবরগাছি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপ-সচিব (সমন্বয় ও মনিটরিং) নেছার আহমদ।