শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হরিপুরে স্কুল ছাত্রীর আত্নহত্যা ও দেড় বছরের শিশু পানিতে ডুবে নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোররা গ্রামে রজিনা আক্তার (১৪) নামে এক ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে এবং মশাঁলডাঙ্গী গ্রামে ফুলনেছা নামে দেড় বছরের শিশু পানিতে ডুবে নিহত হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। রজিনা আক্তার উপজেলার তোররা গ্রামের রফিকুল ইসলামের কন্যা এবং ফুলনেছা মশাঁলডাঙ্গী গ্রামের খলিলুরের কন্যা।
থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার তোররা গ্রামের রফিকুল ইসলামের কন্যা রজিনা আক্তার তাঁর নিজের পছন্দের মত ঈদের পোশাক না পেয়ে বাবা-মা’র উপর অভিমান করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় সবার অগোচরে শয়ন কক্ষে ঘরের শরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন জানতে পেরে গলার ফাঁস খুলে হরিপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আত্নহত্যার বিষয়টি কাউকে না জানিয়ে  তড়িঘড়ি করে দাফনের ব্যবস্থা করলে স্থানীয় লোকজন হরিপুর থানায় খবর দিয়ে থানা পুলিশ আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেন এবং ফুলনেছার লাশ দাফন হরা হয়। হরিপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, অস্বাভাবিক মৃত্যুর জন্য পৃথকভাবে থানায় দুইটি ইউডি মামলা করা হয়েছে।