বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হরিপুরে ৮ জুয়ারী আটক

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার গ্রামে ফরিদের বাড়িতে থানা পুলিশ চালিয়ে জুয়া খোলর সরঞ্জম ও ২১শত টাকাসহ ৮ জুয়ারীকে হাতেনাতে আটক করেছে। আটককৃত ৮ জুয়ারী হলো উপজেলার চাপাসার গ্রামের ইব্রাহীমের ছেলে হুসেন আলী (৩৫), মোসলেম বক্স তালুদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩০), মৃত সাধু মোহাম্মদের ছেলে মিন্টু (৪৫), মাগুড়া গ্রামের মৃত মজিরউদ্দীনের ছেলে মফিজুল ইসলাম (২৮), ফাজিলপুর গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আব্দুর রউফ (৩৮), বহতী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মুন্জুর আলম (৫০), টেংরিয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে নুর ইসলাম (৫০), এবং  বেলডাঙ্গী গ্রামের মোস্তাফার ছেলে জালাল উদ্দীন (৩০)।
হরিপুর থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন  সংবাদের ভিত্তিত্বে এসআই আব্দুর সবুর আহম্মদের নেতৃত্বে ফরিদের বাড়িতে অভিযান চালিয়ে ৮ জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ৮ জনকে জুয়া খেলার অপরাধে ৩/৪ ধারা আইনে মামলা করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love