দিনাজপুর থেকে শামীম রেজা : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাঁস খুজতে গিয়ে জীবন দিতে হলো এক গৃহবধূকে। ঘটনার সাথে জড়িত অপর এক গৃহবধূকে পুলিশ গ্রেফতার করেছে।
কোতয়ালী থানা এসআই নাজমুল হুদা জানান, দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের কিসমত মাধবপুর সর্দারপাড়ার মমতাজ উদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) সোমবার সন্ধ্যার পর তার হারিয়ে যাওয়া হাঁস খোজার জন্য প্রতিবেশী নীলিমা খাতুনের বাসায় গেলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাড়ীর লোকজন আনোয়ারাকে পাকা দেয়ালে প্রচন্ড ধাক্কা দিলে মুখ ও মাথায় গুরুতরভাবে আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত ৯টায় আনোয়ারার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত আনোয়ারার পুত্র আরিফ হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে দিনাজপুর কোতয়ালী থানায় ৩০২/৩৪ দন্ডবিধিতে একই পরিবারের ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ মামলার প্রধান আসামী আব্দুর রশিদের স্ত্রী নীলিমা খাতুন (৫০)কে গ্রেফতার করেছে। বাকী ৪ আসামী পালিয়ে গেছে।
মঙ্গলবার সকালে ময়না তদন্তের পর আনোয়ারার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।