
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, বিগত ২ বছর যাবৎ কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু ছাঈদ আকন্দ এর তত্ত্বাবধানে খাঁকি ক্যাম্বেল এবং জিংডিং হাঁসের চাষ হচ্ছে। আগামী জানুয়ারী/১৫ইং মাস থেকে কাহারোল উপজেলায় বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে ফুঁটানো হাঁস এবং কোয়েলের বাচ্চা পাওয়া যাবে। দিনাজপুর জেলার সর্ব প্রথম কাহারোলেই বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে সপ্তাহে ১০-১৫ হাজার হাঁসের এবং ২ হাজার হতে ৫ হাজার পর্যমত্ম কোয়েল মুরগীর বাচ্চা পাওয়া যাবে। প্রতিটি হাঁসী বছরে ২৫০ হতে ৩০০ টি ডিম দিবে। যেখানে দেশী হাঁসী বছরে মাত্র ৭০-৮০ টি ডিম দেয়। সুতরাং বেকার কোন ব্যক্তি নিজের উন্নয়নের জন্য চাকুরীর পিঁছনে না ঘুরে হাঁস এবং কোয়েল খামার গড়ার মাধ্যমে নিজের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব। ইহা ছাড়া কমপক্ষে ১৫ শতক পুকুর থাকলেই হাঁস পালন করা সম্ভব। যেখান থেকে প্রতি মাসে ৮-১০ হাজার টাকা আয় করা যাবে। পুকুর যত বড় হবে মাসিক আয় ততো বেশি হবে। কাহারোল উপজেলার অনেক বেকার যুবক এবং যুবতী মহিলারা এখন হাঁস পালনে আগ্রহী হয়ে খামার করছেন এবং অনেকে খামার করবেন বলে বুদ্ধি পরামর্শ নিচ্ছেন বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান। কাজেই নিজের ভাগ্য পরিবর্তনের সাথে সাথেই সমাজ, জাতি এবং দেশের উন্নয়নের জন্য ছোট, মাঝারি এবং বড় মাপের খামার গড়ার পরামর্শের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সর্বাত্তোক সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন।