
রমেন বসাক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে বৃহস্পতিবার উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির অক্টোম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আজাহারুল ইলামের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, ওসি মোখলেছুর রহমান, বিজিবি হিলি সিপি বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আতাহর আলী, আরএমও ডা. সুলতান মাহমুদ, আ. লীগ নেতা আব্দুস ছাত্তার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন শাদো, হাকিমপুর নিউপ্রেস ক্লাবের সাধারন সম্পাদক রমেন বসাক প্রমুখ। আইন শৃঙ্খলা ও চোরাচালান পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকায় সভায় সন্তুষ্টি প্রতাশ করা হয়।