
হাকিমপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ রবিবার রাত ৯ টার দিকে এক অভিযান চালিয়ে সুমন খন্দকার (২৫) নামক এক জামায়াত নেতাকে আটক করেছে। এসময় তার নিকট থেকে ৬২ টি জিহাদী বই জব্দ করা হয়। জামায়াতের নেতা কর্মীদের এক গোপন বৈঠক চলাকালে তাকে আটক করা হয়।
সুমন নিজেকে উপজেলার হাকিমপুর পৌর জামায়াত ইসলামী দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন। সে দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়া) মহল্লার আ. কাদের খন্দকারের ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ মোড়ে সুমনের ১টি ঔষধের দোকান রয়েছে। দোকানটিতে সে জামায়াতের কতিপয় নেতা ও কর্মীদের নিয়ে গোপন বৈঠক করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহরুল ইসলামের নের্তৃত্বে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অন্যরা পলিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ সুমনকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সোমবার হাকিমপুর থানায় ১ টি নিয়মিত মামলা দায়ের হয়েছে।