র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আজ শনিবার হাকিমপুরের মাদকের স্পট বলে খ্যাত হিলির চুরিপট্টি মহল্লার গুলফা বেগম (৩৫) নামক এক মাদক সম্রাজ্ঞীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম হিরোইন, ২৪ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। র্যাব ক্যাম্পের ডিএডি রফিকুল ইসলাম এই প্রতিনিধি নুরুন্নবী বাবুকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কোমান্ডার মেজর আ. রহিমের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এরপর হাকিমপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা দায়ের করেন।