শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হাকিমপুরে এসিড দিয়ে ঝলসে দিয়েছে গৃহবধুর মুখ

রমেন বসাক, ষ্টাফ রিপোর্টার, হাকিমপুর : দিনাজপুরের হাকিমপুরে প্রতিপক্ষের ছোঁড়া এসিডে মোছাঃ মোরশেদা বেগম (২২) নামের এক গৃহবধূর মুখ ঝলসে গেছে।

এ ঘটনায় প্রতিবেশী মোঃ বাবুল হোসেন মন্ডল (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মোরশেদা উপজেলার ঘট্টা মাধব পাড়া ইউনিয়নের দক্ষিণ মাধব পাড়া গ্রামের মোঃ ইলিয়াস আলীর স্ত্রী।

মঙ্গলবার সকাল ১১টায় আটক মোঃ বাবুল হোসেন মন্ডলকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

হাকিমপুর থানার এসআই মোঃ হারুন-অর-রশীদ জানান, পুর্ব শক্রতার জের ধরে সোমবার রাত ৮টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় প্রতিপক্ষের লোকজন জানালা দিয়ে উপজেলার ঘট্টা মাধব পাড়া ইউনিয়নের দক্ষিণ মাধব পাড়া গ্রামের মোঃ ইলিয়াস আলীর স্ত্রী মোছাঃ মোরশেদা বেগমকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে মোরশেদার মুখমন্ডল, হাত, পা ঝোলসে যায়। পরে তার আত্মচিৎকার পরিবার লোকজন তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রতিবেশী মৃত চাঁন আলী মন্ডলের পুত্র মোঃ বাবুল হোসেন মন্ডল (৫৫) কে আটক করেছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. রাশেদুল ইসলাম জানান, রাতে মোরশেদা বেগম নামে এসিড নিক্ষেপের এক রোগী হাসপাতালে আসেন। তার মুখের বাঁ পাশে ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

হাকিমপুর থানার ওসি মোঃ মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় আহত মোরশেদার স্বামী মোঃ ইলিয়াস আলী বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।