
রমেন বসাক, হাকিমপুর ॥ দিনাজপুরের হাকিমপুরে গুচ্ছগ্রামে হাকিমপুরে গ্রচ্ছগ্রামে ৩০টি পরিবারের মাঝে একটি করে বাড়ির চাবি হস্তান্তর করেন ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
শনিবার উপজেলার পালি বটতলি-১ গুচ্ছগ্রামে ৩০ টি ভুমিহীন পরিবারের মধ্য একটি করে বাড়ির চাবি হস্তান্তর করেন তিনি।
দিনাজপুর জেলা প্রসাশক মীর খাইরুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শিবলী সাদিক, জাতীয় প্রকল্প পরিচালক-২য় পর্যায় সিভিআরপি পরিচালক মাহাবুবুল আলম, ইউএনও মোছা. শুকরীয়া পারভিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, পৌর মেয়র জামিল হোসন চলন্ত এবং হারুন উর রশিদ হারুন প্রমুখ।
জাতীয় প্রকল্প-২য় পর্যায় (সিবিআরপি) এর আওতায় ৪ একর খাস জমির উপর ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩০টি পরিবারের মাঝে একটি করে বাড়ির চাবি হস্তান্তর করা হয়।