মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হাকিমপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

রমেন বসাক, হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা : ‘কন্যা শিশুর পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে রোববার জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা হোসেন চৌধুরি, আ.লীগ উপজেলা মহিলা শাখা সভাপতি হোসনে আরা ফেনসি ইউপি চেয়ারম্যান শাহা আলম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর। আর আগে উপজেলা পরিষদ হতে একটি র‌্যালি বের হয়ে হিলি স্থল বন্দর এলাকার প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।