
রমেন বসাক, হাকিমপুর : ‘জেগেছে যুবক, জেগেছে দেশ– লক্ষ ২০৪১ এ উন্নত বাংলাদেশ’ ¯শ্লোগানে অঙ্গিকার বদ্ধ হয়ে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের হাকিমপুরে রোববার উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, ইউএনও আজাহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ। শেষে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্ভোধন ও ৩ যুবকের মাঝে সনদ পত্র বিতরন কনা হয়।