দিনাজপুরের হিলি হাকিমপুরে অসহায়, দু:স্থ,
বেকার মহিলারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন
তাদের সংসারের আয় বর্ধনমূলক কর্মকান্ডে।
উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জের অসহায় দু:স্থ
মহিলারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন
(পিডিবিএফ)র সদস্য হয়ে সেখান থেকে ক্ষুদ্র ঋণ
নিয়ে গবাদি পশু পালন, বসত বাড়ির আশ-পাশে
শাক-সবজি চাষ আবার কেউবা হাঁস-মুরগি
পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
সরেজমিনে উপজেলার দক্ষিন বাসুদেবপুর,
মধ্যবাসুদেবপুর, মাঠপাড়া, ছাতনী,
বোয়ালদার, মুহাড়াপাড়া, নওপাড়া, ধরন্দাসহ
কয়েকটি গ্রামে গিয়ে দুঃস্থ মহিলাদের সঙ্গে কথা
হলে তারা জানান, পল্লী দারিদ্র বিমোচন
ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে গবাদি পশু ও
হাঁস-মুরগি পালন করে বদলে এনেছে তাদের
সংসারের ভাগ্যের চাকা। বর্তমানে তারা
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। অথচ কয়েক
বছর আগেও তাদের চোখে মুখে ছিল বিষাদের
ছাপ। সংসারের অস্বচ্ছলতার কারণে অনেকেই
ছেলে-মেয়েদেরকে প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি
পেরুতে পারেননি। লেখা-পড়ার ইতি টেনেই
নামিয়ে দিয়েছেন জীবিকার সন্ধানে। অল্প বয়সেই
জীবিকার তাগিদে এদিক ওদিক ছোটাছুটি করতে
হয়েছে। সমাজে সব মহিলারাই স্বপ্ন দেখে সৎ
উপার্জনে তাদের পরিবার-পরিজন নিয়ে বড়
হওয়ার। আর এই বড় হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ
দিতে তখনই এগিয়ে আসে পল্লী দারিদ্র বিমোচন
ফাউন্ডেশন। উপজেলা পল্লী দারিদ্র বিমোচন
কর্মকর্তা আব্দুল অদুদ জানান, দারিদ্র বিমোচন
কল্পে অসহায় দু:স্থ পরিবারসমূহকে
আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার পল্লী
দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষদ্রঋণ
কর্মসূচি চালু করেছে। এ প্রকল্প যথাযথভাবে
বাস্তবায়নের জন্য ইতিধ্যেই সমাজের দু:স্থ
মহিলাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।