বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হাকিমপুরে পুলিশি অভিযানে ৩ মাদক চোরাকারবারী আটক

হাকিমপুরে থানা পুলিশ মঙ্গলবার পৃথক ৩টি অভিযান চালিয়ে হিরোইন, ফেনসিডিল , বিয়ার ও ইয়াবাসহ ৩ মাদক চোরাকারবারীকে আটক করেছেন। হাকিমপুর থানা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, তাঁর নেতৃত্বে সীমান্তবর্তী রায়ভাগ বাগমারা গ্রামে অভিযান চালিয়ে হেলাল উদ্দিন (৩৮) ও শহিদুল (৩৫) নামক দু’ মাদক চোরাকারবারীকে আটক করলে তাদের নিকট থেকে ২.৭০ গ্রাম হিরোইন, ১২ বোতল বিয়ার, ৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এছাড়ও পার্শবর্তী নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা সহ শাহারা বেগম (৩৫) কে আটক করেন।