দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি’র মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারুল নাহার বেগম কে বুধবার দলের সকল পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
৫ম দফার এই নির্বাচনে গত ৮ মার্চ অনুষ্ঠিত দলীয় নির্বাচনে বিএনপি উপজেলা শাখা কমিটির সভাপতি অধ্যাপক আকরাম হোসেন মন্ডলকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়। এর পূর্বেই পারুল নাহার বেগম চেয়ারম্যান পদে মনোনয় মনোনয়ন দাখিল করলেও এবং পরবর্তীতে তার মনোনয়নপত্রটি প্রত্যাহার না করায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদের স্বাক্ষরিত ও প্রেরিত এক র্বাতায় (যাহার স্মারক নং- বিএনপি/বহিস্কার /৭৭ /১২২ /২০১৪) এই সিদ্ধান্তটি জানানো হয়। বিএনপি হাকিমপুর উপজেলা শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।