হাকিমপুর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরের হিলিতে চাকুরির নামে প্রতারণা ও অনুমোদন বিহীন একটি হাসনপাতাল পরিচালনার দায়ে সোমবার ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, তাফহিমুল হোসাইন নামক এক ব্যাক্তি নিজেকে এর পরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে হিলি চারমাথা মোড়ে অবস্থিত ‘বাগদোড় প্লাজা’ নামক ভাড়াকৃত ভবনে প্রায় ৬ মাস পূর্বে ‘হিলি লায়ন্স হাসপাতাল’ নামক একটি ভূয়া হাসপাতাল খোলেন। এরপর হাসপাতালটিতে চাকুরির প্রলোভন দেখিয়ে এলাকার শতশত বেকার যুবক যুবতীগণের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। বিকেল ৪টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করা হলেও আদালতে দ্ন্ড প্রদানের প্রস্তুুতি চলছিল। তবে হাসপাতালটি আদালতের পক্ষ থেকে সীল করে দেয়া হয়।