
সাজ্জাদ মল্লিক, হিলি প্রতিনিধি : দিনাজপুর হাকিপুমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পৃথক অভিযান চালিয়ে মাদকসহ আনুমানিক ৮৫লক্ষ ১২হাজার টাকার বিভিন্ন মালামাল আটক করেছে।
সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বৈরগ্রাম মাঠ থেকে মাদকসহ উক্ত বিভিন্ন মালামাল আটক করে বিজিবি।
অপর এক অভিযানে সকাল সাড়ে ৮টায় ৩৪ বোতল ফেন্সিডিল সহ মোঃ জনি (১৯) নামে একজনকে চুরি পট্টি রাস্তা থেকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক জনি হাকিমপুর উপজেলার চুড়ি পট্টি এলাকার জাকির হোসেনের পুত্র।
হিলি বিজিবি কম্পানি কমান্ডার মোঃ আব্দুল হামিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ২৮ বোতল ফেন্সিডিল, ৩৩০টি এ্যামপোল, ৪০৩২০টি যৌর উত্তেজক টারগেট ট্যাবলেট, ১৫৪৮০টি সেনগ্রা ট্যাবলেট, ৬১০পিচ পটেটো চিপস, শাড়ী ২৮পিচ, আটক করা হয়েছে। আটক মালামালের আনুমানিক মুল্য ৮৫লক্ষ ১২হাজার টাকা।