
হাকিমপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরের মুহাড়াপাড়া মহল্লার জহুরা বেগম (২৫) নামক স্বামী পরিত্যাক্তা মহিলার ৩ দিন বয়সের এক কণ্যা সন্তানের রহস্যজনক মৃত্যু ঘটেছে। এরপর ময়না তদন্ত ছাড়াই তার লাশটি দাফন সম্পন্ন হয়েছে। গত রবিবার সন্তানটি ভূমিষ্ট হয় এবং শুক্রবার তার মৃত্যু ঘটে। পুরো ঘটনাটিতেই চরম গোপনীয়তা রক্ষাকরা হলেও আজ বৃহস্পতিবার তা ফাঁস হয়ে পড়ে। জহুরা বেগম আয়েজ উদ্দিন ওরফে কেকারুর কণ্যা।
জহুরা বেগম জানান, দু’বছর পূর্বে পার্শবর্তী জয়পুরহাট জেলাধীন পাঁচবিবি উপজেলার বিনাইল নামক গ্রামের মহররম আলীর ছেলে জাকিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদেরে দাম্পত্ত জীবনে মনমালিন্য দেখা দেয়ায় সে জহুরা বেগমকে তার বাবার বাড়িতে রেখে যায়। এরপর হাকিমপুর উপজেলার বিষাপাড়া গ্রামের গোলাপ হোসেন নামক এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এরই এক পর্যায়ে সে অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। এরপর থেকেই জহুরা বেগম তাকে বিয়ে করার চাপ দিলে সে সটকে পড়ে। গত শুক্রবার রাতে জহুরা বেগম তার বাবার বাড়িতেই একটি সুস্থ কণ্যা সন্তানের জন্ম দেন। গত দু’দিনের ন্যায় তার বাবারবাড়িতে রবিবার রাতে মা জহুরা বেগম সন্তানটিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে জহুরা বেগমের ঘুম ভাঙ্গলে সন্তানটিকে মৃত অবস্থায় দেখতে পায়। সন্তানটির মৃত্যুর কারণ সম্পর্কে সে নিশ্চিত করে কিছু জানাতে না পারলেও তার বাম চোয়ালের নিচে কাল দাগের চিহ্ন দেখতে পায় বলে জানান। তিনি আরো জানান, তার পূর্বের স্বামী তাকে পুনরায় স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিতে চেয়েছিল কিন্তু লম্পট গোলাপ হোসেনের প্রলোভনে পা দিয়ে স্বামী সন্তান সব হারিয়ে সে এখন নির্বাক। নবজাতক কণ্যা সন্তানটির রহস্যজনক মৃত্যু ও ময়নাদতন্ত ছাড়াই তার লাশ দাফন সম্পন্না করার বিষয়ে হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমার নিকট কেউ কোন প্রকার অভিযোগ করেননি।