রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাকিমপুর উপজেলায় ১৩৩ ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর

ইফতেখার আহমেদ বাবুঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ১৩৩ ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে। জানা যায়, গতকাল দুপুর ২টায় হাকিমপুর উপজেলায় ইটাই বাওনা গ্রামের ভূমিহীন বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম রসুল বাবুর সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান মোহাম্মাদ আকরাম হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওহাব মিয়া, সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু, সমবায় সমিতির সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। শেষে দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিকের বন্দোবস্ত করে দেয়া ৮৬ একর ৪ শতক খাস জমির দলিল ১৩৩টি ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম।

Spread the love