রমেন বসাক,হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা : এক প্রতারক দিনাজপুরের হাকিমপুর থানা ওসি মোখলেছুর রহমান, এসআই মতিউর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুর ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বৃহস্পতিবার একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে৷ এরপর আদালতের বিচারক মামলাটি দিনাজপুর সহকারী পুলিশ সুপার (অপরাধ) কে তদন্তের নির্দেশ দিয়েছেন৷ ওসি মোখলেছুর রহমান এটিকে একটি হয়রানিমূলক মামলা বলে আখ্যায়িত করে এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন৷
ওসি মোখলেছুর রহমান জানান, জেলার ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ী গ্রামের আফতাব উদ্দিন মন্ডলের ছেলে জোবাইদুল ইসলাম গাইবান্ধা জেলাধীন পলাশবাড়ি উপজেলার নুনিয়াগাড়ী গ্রামের কালীপদ সরকারের ছেলে পলাশ সরকারের একটি মোটর সাইকেল ছিনতাই করেন৷ এ অভিযোগে পলাশ সরকার জোবাইদুলের বিরুদ্ধে দিনাজপুর আদালতে একটি ছিনতাই মামলা দায়ের করেন৷ অপরদিকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি হাকিমপুর থানা পুলিশ জোবাইদুলের নিকট থেকে জব্দ করেন৷ এরপর জব্দকৃত মোটর সাইকেলটি জোবাইদুল নিজের বলে দাবি করে থানা থেকে হাতিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হবারপর এ মামলাটি দায়ের করেন৷
প্রসঙ্গত, ওসি মোখলেছুর রহমান জানান জোবাইদুল ইসলাম হাকিমপুর থানায় দুটি ডাকাতির প্রস্তুতি, জেলার ঘোড়াঘাট থানায় ৭ টি মোটরসাইকেল পোড়ানো ও পেেট্্রাল পাম্পে ডাকাতি মামলার আসামী৷