বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে আগাম শীতকালীন ছুটি ঘোষণা। ছাত্রলীগের দাবী আন্দোলন ঠেকাতে আগাম ছুটি দেয়া হয়েছে

মাহবুবুল হক খন, দিনাজপুর প্রতিনিধি । দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামী ৩০ নভেম্বর মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি সভা কক্ষে ভিসি রুহুল আমীনের সভাপতিত্বে রিজেন্ট বোডের্র সভায় হাবিপ্রবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পিএইচ.ডি’র ছাত্র অরুণ কান্তি রায় সিটন, আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি বিজনেস স্টাডিজ অনুষদের লেভেল-৪ সেমিষ্টার-১ এর ছাত্র এস এম জাহিদ হাসান ও টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ সেমিষ্টার-১ এর ছাত্র অনিন্দ্য দত্ত অন্তুকে চুড়ান্ত ভাবে বহিস্কার করার পর সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার এই সিদ্ধান্ত নেয়া হলো।

 

হাবিপ্রবি কর্তৃপক্ষ বলছে, এটা শীত কালীন ছুটি। অপরদিকে ছাত্রলীগ নেতারা বলছে এই ছুটি ঘোষণা আমাদের চলমান আন্দোলনকে বানচাল করার ছুটি।

 

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি থাকার কথা ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু একাডেমিক কাউন্সিলের সভায় ছুটি ১৭ দিন এগিয়ে নিয়ে এসে ১ লা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর করা হয়েছে।

 

সেই সাথে আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগর নির্দেশ দেয়া হয়েছে। ইুত মধ্যেই অনেক শিক্ষার্থী হল ত্যাগ করে চলে গেছে।

 

হাবিপ্রবির ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল জানান,আমাদের আন্দোলনকে বানচালকরতে শীতকালীণ ছুটি ১৭ দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। এসব করে আমাদর আন্দোলনকে ঠেকানো যাবেনা। যে দিন থেকে বিশ্ববিদ্যালয় খুলবে ,সে দিন থেকেই তিন ছাত্রের বহিস্কার আদেশ প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হবে। এবার হবে এক দফার আন্দোলন। আর তা হবে ভিসির রুহুল আমীনের পদত্যাগ চাই।

 

হাবিপ্রবির জনসংযোগ প্রকাশনা কর্মকর্তা মমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছুটির বিষয় নিশ্চিত করে জানান,শুধু ক্লাস ও পরীক্ষার ছুটি থাকবে। তবে অফিসিয়াল সকল কার্যক্রম ও ভর্তি কার্যক্রম চলবে।

 

উল্লেখ্য, গত ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সহযোগীতা করার অপরাধে হাবিপ্রবি’র কর্তৃপক্ষ বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বহিস্কার করে। ওই ২ ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৪ নভেম্বর মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

Spread the love