
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২ ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসি’র পদত্যাগ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েছে আন্দোলনকারী ছাত্র সংগ্রাম পরিষদ ও হাবিপ্রবির কর্মকর্তাকর্মচারীরা।
সোমবার সকাল ১১ টার সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনার প্রতিবাদে হাবিপ্রবির ছাত্র সংগ্রাম পরিষদ মহাসড়ক অবরোধ করে রাখে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী আন্দোলনরত ছাত্রদের সাথে আলোচনা করে এবং দোষীদের দ্রম্নত বিচারের আশ্বাস প্রদান করলে দুপুর ৩টায় সড়ক অবরোধ তুলে নেন।
অপরদিকে কর্মকর্তা কর্মচারীরা বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বলেন, সকাল ১১টায় সভা চলাকালীন সময়ে রিয়েল,অরম্নণ ও জাহিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে সভা পন্ড করে দেয়। তাদের হামলায় কর্মকর্তা ও কর্মচারীসহ চার জন আহত হয়েছেন। এ সময় ষ্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আনিস খান আমাদের রক্ষায় এগিয়ে আসলে তাকেও লাঞ্চিত করে। সংবাদ সন্মেলনে হামলাকারীদের বিচার ও বহিস্কারের দাবী জানান। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন।
সংবাদ সন্মেলনে প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক আনম ইমতিয়াজ, প্রগতিশীল কর্মচারী পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন বক্তব্য রাখেন।
হাবিপ্রবির ছাত্রলীগের সভাপতি ইফতেখারম্নল ইসলাম রিয়েল জানান যে সকাল ১১ টায় ভিসি জামায়াত,বিএনপি সমর্থীত শিক্ষক কর্মকতা কর্মচারীদের নিয়ে বৈঠক করছিল। আমরা তার প্রতিবাদ করলে তারা আমাদের উপর হামলা চালায়। এরই প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করেছি । হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আমাদের মহাসড়ক অবরোধ অব্যাহত থাকবে।
অপরদিকে হাবিপ্রবির ষ্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আনিস খান জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে অডিটরিয়াম-১ এ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মিটিং করছিল। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের উপর হামলা চালায় । এ সময় আমি তাদের রক্ষায় এগিয়ে গেলে তারা আমাকে লাঞ্চিত করে।
প্রায় তিন ঘন্টা ধরে চলা অবরোধের কারণে দিনাজপুর-পঞ্চগড় ও দিনাজপুর-সৈয়দপুর মহা সড়কের দুই পাশে শত শত যানবান আটকা পড়ে । এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা ছাত্র ধর্মঘট অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সহযোগীতা করার অপরাধে হাবিপ্রবি’র কর্তৃপক্ষ বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বহিস্কার করে। ওই ২ ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৪ নভেম্বর মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।