হাবিপ্রবি প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল কর্মকর্তা পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডা. এসএম হারুন-উর-রশীদ এবং কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সাধারন সম্পাদক আ.ন.ম ইমতিয়াজ হোসেন।
ইফতার মাহফিলে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।