সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

PM Birthdayজিন্নাত হোসেন, দিনাজপুরঃ জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আনন্দ র‌্যালি, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় হাবিপ্রবি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শিশু ও কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা, শিশু সমাবেশ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডাঃ মো. আহাদ আলী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর এর উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো. ছফর আলী, সাধারন সম্পাদক মো. সফিকুল ইসলাম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আলতাফুজ্জামান মিতা প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল।

আলোচনা শেষে উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর ৬৭ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে উপস্থিত শিশু কিশোরদের মাঝে মিষ্টি ও কেক বিতরণ করেন। এর আগে এক আনন্দ র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির ভিসি প্রফেসর মো. রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুততার সাথে সম্মৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তার দ্বিগুন গতিতে এগিয়ে যাচ্ছে। অন্তর থেকে কামনা করছি; তাঁর নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

 

Spread the love