বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অভিনব পদ্ধতিতে নকল। ছাত্রলীগ সাধারন সম্পাদকসহ ২ জন বহিস্কার । আটক-১

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতিতে ইলেক্ট্রনিক্স ডিভাইস তৈরীর মাধ্যমে অভিনব কায়দায় নকল করে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে হাবিপ্রবিতে এক ভর্তি পরীক্ষার্থী আবুল হোসেন লিটন।

ডিজিটাল জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক পিএইচডি’র ছাত্র অরুন কুমার রায় ও বিএস লেভেল-৪ সেমিস্টার-১ এর ছাত্র এসএম জাহিদ হাসানকে সাময়িক বহিস্কার করেছে। প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে।

বিশ্ববিদ্যালয়ের ৫, ৭ ও ৮ নভেম্বরের সব ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইসসহ সব ধরনের ইলেকট্রনিক্র্ ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, একজন পরীক্ষার্থী ধরা পড়লেও এর পিছনে একটি বিশাল চক্র জড়িত রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়ার নামে অসংখ্য পরীক্ষার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্রটি। প্রতিদ্বন্দীতা বেশী হওয়ায় বিকল্প ব্যবস্থায় ভর্তির জন্য ইতিমধ্যেই আধুনিক প্রযুক্তিসম্পন্ন ডিভাইস তৈরী করেছে একটি চক্র। ক্যালকুলেটরে স্থাপন করা হয়েছে এই ডিভাইসটি। ডিভাইসে রয়েছে ইন্টারনেট কানেকশনও। আর এই চক্রটি আধুনিক ডিভাইস সম্পন্ন এসব ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়ার নামে মোটা অংকের টাকার বিনিময়ে তুলে দিচ্ছে পরীক্ষার্থীদের হাতে। পরীক্ষার হলে বসেই পরীক্ষার্থীরা এমসিকিউ পদ্ধতির উত্তর পেয়ে যাবে এই ডিভাইসে।

আটককৃত পরীক্ষার্থী আবুল হোসেন লিটন সাংবাদিকদের জানান, ৫০ হাজার টাকার বিনিময়ে ভর্তি করিয়ে দেয়ার নামে তাকে একটি চক্র দিয়েছে ওই ডিভাইসটি।

হাবিপ্রবি’র প্রক্টর-প্রফেসর এটিএম শফিকুল ইসলাম জানান, ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর হাবিপ্রবির ক্যাম্পাসে সকল প্রকার মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে। ঘটনা তদন্তে প্রফেসর মিজানুর রহমানকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বুধবার থেকে ৭ কর্মদিবসে রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক অরুন কুমার রায় ও অপর ছাত্র এসএম জাহিদ হাসানকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ড. শাহাদত হোসেন খান জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা স্বীকার করেছেন, একজনকে ধরতে পারলেও আরও অনেক পরীক্ষার্থী এই পদ্ধতিতে পরীক্ষা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানালেন, বাংলাদেশে একটি বিশাল চক্র এর পেছনে কাজ করছে। এই বিশ্ববিদ্যালয়েও এই চক্রটি রয়েছে বলে জানালেন এই শিক্ষক।

উলেস্নখ্য, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। চলবে ৪ দিন। এই বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে ১ হাজার ৭৬০টি আসনে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৭ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী। এই হিসেবে প্রতিটি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অবতীর্ন হতে হচ্ছে ৩৩ জনকে।

 

Spread the love