বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির মূল হোতা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কুমার রায়কে বহিস্কারের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

হাবিপ্রবি ছাত্রলীগ এ ঘটনায় ভিসিকে দায়ী করে তার পদত্যাগের দাবীতে মিছিল-সমাবেশ ও বিক্ষোভ অব্যাহত রেখেছে।

গতকালও তাদের মিছিল ও সমাবেশ হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিতে অভিযুক্ত ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো: রুহুল আমিনের নিকট স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল কর্মকর্তা পরিষদ।

সোমবার দুপুরে পরিষদের সভাপতি কৃষিবিদ মোঃ ফেরদৌস আলম ও সাধারণ সম্পাদক আ.ন.ম ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত ওই স্মারকলিপি ভিসি বরাবরে প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করার অভিযোগে অভিযুক্ত ছাত্রকে এবং এ জঘন্য ঘটনার সাথে জড়িত ব্যক্তিবর্গকে সে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিন-এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ায় প্রকাশ করছে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া তারা সংঘঠিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল পদক্ষেপের প্রতি দৃঢ় সমর্থন জ্ঞাপন করেছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াসে সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জ্ঞাপন করা হয়েছে।

গত ৪ নবেম্বর হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনে ডিজিটাল জালিয়াতির অভিযোগে এ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কুমার রায় এবং বিএস লেভেল-৪ সেমিস্টার-১ এর ছাত্র এসএম জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Spread the love