শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০১৬ পালিত

মাহাবুবুল হক খান :  যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ২০১৬ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে একাডেমিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাচ ধারণ করেন। এরপর এক বিশাল শোক র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আতœার প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর ক্রমান্বয়ে পুষ্পমাল্য অর্পণ করেন- শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, বিশ্ববিদ্যালয়ের হলসমূহ, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

 

এরপর শহীদ মিনার প্রাঙ্গনে দিবসটির তাৎপর্যের উপর ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ডা. এস.এম. হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইআরটি’র পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমান, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, পোষ্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম বায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, ফিসারিজ অনুষদের ডীন মোহাম্মদ ফেরদৌস মেহবুব, একোয়াকালচার বিভাগের প্রভাষক মোসা. মাসুমা খাতুন, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস আলম, সাধারন সম্পাদক আ.ন.ম ইমতিয়াজ হোসেন, ছাত্রদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে নাহিদ আহমেদ নয়ন, মোস্তাফা তারেক চৌধুরী, রাব্বী, কর্মচারীদের পক্ষে পারভেজ হোসেন প্রমূখ।

 

HSTU 2আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন ব্যক্তি নন, একটি আদর্শ, একটি জাতি। বঙ্গবন্ধুর অপর নাম স্বাধীন বাংলাদেশ। তিনি বাঙালির অধিকার আদায়ে তাঁর সমগ্র জীবন ব্যয় করেছেন। তাঁর নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা এক স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। সাম্প্রদায়িকতা, ব্যক্তিস্বার্থ ও সংঘাত পরিহার করে বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সকলকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করার আহবান জানান তিনি।

 

জাতির জনক ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে বাদ জুম্মা হাবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে দুপুর ১২.৩০ টায় সুবিধা বঞ্চিতদের মাঝে খিচুড়ী বিতরণ করা হয়।