বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে রোভারের স্কাউটের দিন ব্যাপি ওয়ার্কশপ অনুষ্ঠিত

মোঃ লিটন হোসেন আকাশ : বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার-এর উদ্যেগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) দিন ব্যাপি গ্রুপ সভাপতি ওয়ার্কশপ ২০১৪ অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার দিনাজপুর-এর অডিটোরিয়াম-২ এ দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় । হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের উদ্বোধন করেন।

কাহারোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. গোলাম হোসেন-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল-এর ভাইস প্রেসিডেন্ট মো. নজিবুর রহমান, হাবিপ্রবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. এ. টি. এম. শফিকুল ইসলাম, কে বি এম কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন আকতার কমিশনার বাংলাদেশ স্কাউট জেলা রোভার, মোঃ মনিরুজ্জামান,লিডার ট্রেনার সম্পাদক বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল সহযোগী অধ্যাপক সরকারী তোলরাম কলেজ নারায়গঞ্জ, ফিল্ড অফিসার রোভার অঞ্চল মো. মাসুদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. রুহুল আমিন বলেন, দেশ ও জাতি গঠনে যে নিয়মতান্ত্রিক কর্মকান্ড আপনারা পরিচালনা করছেন তা আমাদের সকলেরই অনুকরণ করা উচিত। ওযার্কশপ পরিচালনা করেন স্কাউটসের ভাইস প্রেসিডেন্ট মো. নজিবুর রহমান, সম্পাদক রোভার অঞ্চল মো. মনিরুজ্জামান ,জেলা রোভার সম্পাদক জহুরম্নল হক এবং দিনাজপুর জেলা রোভারের ৩৩ জন গ্রুপ সভাপতি উপস্থিত ছিলেন।

 

 

Spread the love