দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিবিরকর্মী সন্দেহে ভেটেরিনারী তৃতীয়বর্ষের পরীক্ষাথী রমজান আলীকে ছাত্রলীগ অমানবিকভাবে পিটিয়ে আহত করেছে। আশংকাজনক অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংখাজনক বলে চিকিৎসক জানিয়েছেন ।
বৃহস্পতিবার সকাল ১০টার হাবিপ্রবির তৃতীয়বর্ষের ভেটেরিনারী বিভাগের পরীক্ষা দিতে ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগের কয়েক জন কর্মী শিক্ষকদের সামনে থেকে রমজানকে শিবিরকর্মী বলে ধরে নিয়ে যায়। রমজানকে হোষ্টলে আটক রেখে বেলা ১২টা পর্যন্ত অমানবিকভাবে মারধর করে একাডেমিক ভবনের সামনে ফেলে রেখে যায়। অন্য ছাত্ররা দেখতে পেয়ে রমজান আলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাবিপ্রবির ভাইস- চ্যান্সেলর মোঃ রুহুল আমিনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলে রিং হলেও তিনি রিসিভ করেননি