৩১ জুলাই ২০১৬, হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কেটিং ক্লাব ও প্রশিক্ষণ শিবির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৪ টায় ড. এম এ ওয়াজেদ ভবন প্রাঙ্গণে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বেলুন উড়িয়ে স্কেটিং ক্লাব ও প্রশিক্ষণ শিবির এর উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. আব্দুর রশীদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক আহমেদ আসিফুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোলার স্কেটিং এর প্রশিক্ষক মো. আশরাফুল আলম মাসুম ও সাইক্লিং এর প্রশিক্ষক মো. সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি অনুষদের লেভেল-৪ সেমিস্ট্রার-১ এর শিক্ষার্থী মো. মারুফ হাসান।