রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবি’র অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ১১ অক্টোবর করা যাবে : ভর্তি পরীক্ষা ২ থেকে ৫ নভেম্বর

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন আগামী ১১ অক্টোবর পর্যন্ত করা যাবে। প্রিপেইড টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ভর্তিচ্ছুরা রেজিস্ট্রেশন করতে পারবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ নভেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে।

২০১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদ নামে নতুন ১টি অনুষদ ও ৬ টি ডিগ্রী চালু করা হয়েছে। ২০১৫ শিক্ষাবর্ষ হতে এসব ডিগ্রীর অধীনে শিক্ষার্থী ভর্তিসহ পূর্ণাঙ্গ শিক্ষাকার্যক্রম শুরু করা হবে।

এবার ৭ টি অনুষদের অধীনে ১৮ টি কোর্সে মোট ১৭৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

 

Spread the love