
দিনাজপুর সংবাদদাতা : হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর উপাচার্য এখন ছাত্রশিবিরের সাথে গোপনে বৈঠক করে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে ছাত্রলীগের ৩ ছাত্রনেতাকে স্থায়ীভাবে বহিস্কার করেছেন।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবিপ্রবি’র ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক ও ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল এই অভিযোগ করেন। তিনি বলেন, অন্যায় অনিয়মতান্ত্রিক এবং আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়েই উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিন তদন্ত ব্যতিত বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রকে স্থায়ীভাবে বহিস্কার করেছেন। আমরা মনে করি এই সিদ্ধান্ত ফাঁসির সমতুল্য। ৫ জানুয়ারীর নির্বাচনকে বানচাল করার জন্য সেসময় ছাত্রদল-ছাত্রশিবিরের সশস্ত্র ক্যাডারেরা হাবিপ্রবিতে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে প্রায় কোটি টাকার সম্পত্তি বিনষ্ট করেছিল। ক্যাডারদের হাতে শারীরিকভাবে লাঞ্চিত হয়েছিলেন শিক্ষকরা। অথচ সেই সশস্ত্র ক্যাডারদেরই বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন আইনগত ব্যবস্থা না নিয়ে বরং শিবিরের ক্যাডারদের সেমিষ্টার পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা দিনাজপুর জেলা কারাগারে গ্রহণ করে এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। সেদিনের ঘটনার জন্য ছাত্র পরামর্শক অধ্যাপক শাহাদাত হোসেন খান লিখনের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হলেও ১১ মাসেও সেই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হয়নি। অথচ ১৫ মিনিটের নাটকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায়সহ ৩ ছাত্র নেতাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ পরিবেশ থাকা সত্বেও কোন কারণ ছাড়াই হটকরি সিদ্ধান্তের মাধ্যমে রোববার ২ ঘন্টার নোটিশে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। সোমবার পুলিশ দিয়ে শিক্ষার্থীদের অন্যায়ভাবে হল থেকে বের করে দেয়ার মাধ্যমে প্রশাসন স্বৈরাচারী আচরণের পরিচয় দিয়েছে।
এই ঘটনার মাধ্যমে ছাত্র সমাজের কাছে প্রমানিত হয়েছে যে, উপাচার্য ছাত্রশিবিরের ক্যাডারদের স্বার্থ রক্ষায় অনেক বেশি আপোষহীন ও সচেষ্ট। ইতিমধ্যে উপাচার্য তার বাসভবনে ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা ও সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফসহ শিবির নেতৃবৃন্দের সাথে গোপন বৈঠক করে ছাত্রলীগের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উস্কানি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে অবিলম্বে ৩ ছাত্র নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারসহ উপাচার্যকে অপসারিত করার দাবী জানানো হয় হাবিপ্রবি’র আচার্য রাষ্ট্রপতির নিকট। বহিস্কারাদেশের বিরুদ্ধে রীটসহ আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অরুন কান্তি রায়, জিয়া হলের সভাপতি জাহিদ হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহসান হাবিব রিজভি, অর্ক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি রনি কুমার সাহা, আহসান হাবিব শাওন ও সামিনুর হোসেন এবং ভেটেরিনারী ছাত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিফাত শাহ প্রমুখ।