শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবির উপাচার্য রুহুল আমিনের আপসারনের দাবীতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার : হটকারী সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ব বিদ্যালয় বন্ধ ঘোষনা করে বর্তমান সরকারের ভাবমূর্তী ক্ষুন্নকারী জেদী উপাচার্য রুহুল আমিনের আপসারনের দাবীতে গতকাল রোববার জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল মনা ও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্ররা গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হকের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্ররা।
স্মারকলিপিতে তারা জানান, আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল মনা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র-ছাত্রীবৃন্দ ভিসির বিভিন্ন রকম স্বৈরাচারী, অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক এবং জামাত প্রীতির বিরোধীতা করে আসছি। কিন্তু বিশ্ব বিদ্যালয়ের সার্বিক প্রেক্ষাপট আঞ্চলিক রাজনীতি এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তীর কথা চিন্তা করে আজ পর্যন্ত চুড়ান্ত আন্দোলনে যেতে পারিনি। আমাদের বিগত আন্দোলন গুলোকে এই উপাচার্যের বিভিন্ন রকম অনিয়ম দূর্নীতি ও জামাত প্রীতির চিত্র তুলে ধরেছিলাম। কিন্তু বিভিন্ন সময় স্মারকলিপির মাধ্যমে অবহিত করলেও অনিয়মতান্ত্রিক কার্যকলাপ অব্যাহত রেখেছে। তিনি আমাদের আন্দোলনগুলো থেকে শিক্ষা না নিয়ে বিশ্ব বিদ্যালয়ে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার সুবাদে উপাচার্য স্বৈরাচারী কর্মকান্ড অব্যাহত রেখেছে। ১৯৯৯ সালে বিশ্ব বিদ্যালয় ঘোষিত হওয়ার পর নূন্যতম যোগ্যতা নেই এমন ৬-৭ জন বিতর্কিত শিক্ষককে বিশ্ব বিদ্যালয়ের গুরুত্ব পদে বসিয়েছেন। এমনকি এসব শিক্ষক বিভিন্ন অনুষদের ডীন, হল সুপার, প্রক্টর, ছাত্র পরামর্শ, হিসাব শাখার পরিচালকের মত দায়িত্ব পালন করছেন যাদের অধিকাংশের বিরুদ্ধে একাধীন দুর্নীতির অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর তারিখে ভর্তির পরীক্ষার এসএমএস এর মাধ্যমে উত্তর পাঠানোর সন্ধেহে দুই ছাত্রকে সময়িক বহিষ্কার করেন। সুস্পষ্ট অভিযোগ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে আক্রোশের বশবর্তী হয়ে পরিকল্পিতভাবে প্রথমে দুই জনকে সাময়িক বহিষ্কার করেছে। উপাচার্য কোন কারণ নেটিশের উত্তর গ্রহণ না করেই আবারো তৃতীয় দফা ডিসিপ্লিন কমিটির মিটিং ডেকে স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত নেন। যা আমাদের কাছে ফাঁসির সমতুল্য মনে হয়। দীর্ঘ ২৪ দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম কিন্তু ভিসি হঠাৎ করেই শীতকালীন ছুটি ঘোষনা করেন। সাধারন শিক্ষার্থীরা এই উপাচার্যের হাতে জিম্মি একজন জেদী, একগুয়ে, প্রতিহিংসা পরায়ন ও স্বৈরাচারী এবং জামাত-বিএনপি দোসরা তার এইসব কর্মকান্ডের বিরোধীতা করে আসছি। পরিশেষে ছাত্র সংগ্রাম পরিষদ হাবিপ্রবি দিনাজপুর শাখার সাধারণ শিক্ষার্থীরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে বিশ্ববিদ্যালয় ক্ষতিয়ে দেখে এই উপাচার্যকে প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ইফতেখারুল ইসলাম রিয়েল সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

Spread the love