
হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মেধাবী শিক্ষার্থী মো. মনিরুজ্জামান এর অকাল মৃত্যুতে রবিবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. মো. কামালউদ্দিন সরকার, প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ডা. এসএম হারুন-উর-রশীদ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, প্রয়াত মনিরুজ্জামান এর বড় ভাই মো. মতিউর রহমান, ছাত্র নেতা মোস্তাফা তারেক চৌধুরী, মো. রফিকুল ইসলাম, সহপাঠী মুজাহিদ মুয়াজ, কর্মচারীদের পক্ষে মো. আব্দুর রহিম প্রমূখ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, বাস দূর্ঘটনায় আমাদের প্রাণ প্রিয় একজন ছাত্রকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। এ ক্ষতি পূরন হওয়ার নয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাংখিত ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান।
শোক সভায় মো. মনিরুজ্জামান এর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
তার অকাল মৃত্যুতে রবিবার একদিনের শোক দিবস ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করে হাবিপ্রবি পরিবার।