শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হাবিপ্রবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

bcl-01দিনাজপুর প্রতিনিধিঃ বিএনপি জামাত জোট সারাদেশে তালেবানী কায়দায় গুপ্ত হামলা করে মানুষ হত্যা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা বাংলাদেশ ছাত্রলীগ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। জামাত বিএনপি জোটের গুপ্ত সন্ত্রাসী  হামলার আর যাতে কেউ শিকার না হয়  এ ব্যাপারে ছাত্রলীগের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সজাগ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গতকাল শনিবার বাংলাদেশ ছাত্রলীগ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটনকে হত্যার উদ্দেশ্যে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বক্তারা এ কথা বলেন।  ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল এর সভাপতিত্বে মিছিল শেষে সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সহ-সভাপতি  মোঃ মিহাবুল আউয়াল,  প্রচার সম্পাদক আতিকুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রত্যুস রায়, হল সভাপতি রুহুল কুদ্দুস জোহা। সমাবেশ পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জেমী।