বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবি’র দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী শিক্ষক সমাজের

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : হাবিপ্রবি’র উদ্ভুত পরিস্থিতির জন্য দায়ী ছাত্রদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভিসির প্রতি অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ।

বৃহস্পতিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষকদের সাধারণ সভায় এ দাবী জানান তারা। সভায় সভাপতিত্ব করেন হাবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ মিজানুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে হাবিপ্রবি’র Board of Discipline এবং রিজেন্ট বোর্ডের ৩৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ি ভাইস চ্যান্সেললের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপারে একাত্মা ঘোষণা করেন শিক্ষক সমাজ। ভবিষ্যতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে দোষী ছাত্রদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণের জন্য ভাইস চ্যান্সেলরের কাছে অনুরোধ জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে ভিসিকে শিক্ষক সমাজ সার্বিক সহযোগিতা করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ব্যাপারে পিছপা না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। সভায় গত ৪ নভেম্বর হতে আজ বৃহস্পতিবার পর্যন্ত ছাত্রদের বিভিন্ন উদ্ব্যতপূর্ণ আচরণের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

সভায়, হাবিপ্রবি শিক্ষক সমাজ সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শফিউল আলমের অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার জন্য দোয়া করা হয়। পরে একটি শোক র‌্যালি মহাসড়কসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

বৃহস্পতিবার বিকেলে হাবিপ্রবির গনসংযোগ ও প্রকাশনা বিভাগের সেকশন অফিসার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Spread the love