
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবীতে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের নবম দিনে ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্ররা।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোনরকম তথ্য প্রমান ছাড়াই এমনকি কোনরকম তদমত্ম কমিটি ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে হাবিপ্রবির দুইছাত্রকে বহিষ্কার করা হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ ও অনিয়মতান্ত্রিক। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি ও তার এজেন্ট কয়েকজন শিক্ষকের দ্বারা ভর্তিতে ডিজিটাল জালিয়াতিতে একটি ফ্রড ছেলেকে আটক করে পুলিশে না দিয়ে চার ঘন্টা ভিসির কক্ষে আটকিয়ে রাখে। সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে ১৫ মিনিটের মধ্যে মিটিং ডেকে কোন রকম তথ্য প্রমান ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিময় নীতির তোয়াক্কা না করে দুইছাত্রকে বহিষ্কার করে। এ বহিষ্কারাদেশ যে উদ্দেশ্যমূলক তা পরিষ্কার।
শিক্ষার্থীরা আরো বলেন, হাবিপ্রবির গঠিত তদমত্ম কমিটির দারা কখনই সুষ্ঠ তদমত্ম হবে না। তাই হাবিপ্রবির চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে উদ্ভূত পরিস্থিতির জন্য উচ্চপর্যায়ের তদমত্ম কমিটি গঠন করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবী জানান। তা না হলে মূল অপরাধীরা ধরা ছোয়ার বাইরে চলে যাবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ইফতেখারম্নল ইসলাম রিয়েল, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, ছাত্র সংগ্রাম পরিষদের সামির, সফিাত সাহা, আহমাদুল হক খোকন, অনিন্দ্য দত্ত, তাহামিদুল ইসলাম রম্নপক, রাশেদ খান মিলন, জাহান আলী, রনি কুমার সাহা, আবু সালে মোঃ সয়েব, শাওন, নিশাত, মামুন-অর রশিদ, মনিরম্নল ইসলাম মনি, এসকে সুব্রত প্রামাণিক, সাকিবা তাবাসসুম হক প্রমুখ।
উলেস্নখ্য, গত ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক। এ ঘটনায় হাবিপ্রবি কর্তৃপক্ষ বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরম্নন কামিত্ম রায় সিটন ও আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বহিস্কার করে। এই বহিস্কারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৪ নভেম্বর মঙ্গলবার রাত থেকে প্রশাসনিক ভবন ঘেরাও, বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে আসছে এবং ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে গত ১৭ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট পালন করছে।