রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবি’র পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন হিসেবে প্রফেসর ড. বলরাম রায়-এর যোগদান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. বলরাম রায় পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন হিসেবে ১ ডিসেম্বর সোমবার যোগদান করেছেন। তাকে দুই বছরের জন্য পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

প্রফেসর ড. বলরাম রায় ১৯৮৯ সালের ১০ আগস্ট এ প্রতিষ্ঠানে (তৎকালীন কৃষি কলেজে) প্রভাষক পদে যোগদান করেন এবং আগস্ট ২০০৮ সালে তিনি অধ্যাপক পদে তিনি পদোন্নতি প্রাপ্ত হন। এ বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ১৯৯২-৯৪ সালে সহকারী হল সুপার, ২০০৬-০৭ পর্যন্ত উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগস্ট ২০০৭ থেকে আগস্ট ২০০৮ ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, আগস্ট ২০০৮ থেকে আগস্ট ২০১০ পর্যন্ত পরিচালক আই আর টি, ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত কৃষি রসায়ন বিভাগের সাংবিধানিক চেয়ারম্যান, আগস্ট ২০১০ থেকে সেপ্টেম্বের ২০১৪ পর্যন্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তিনি জাপান সরকারের ২০০০ সনে মনবুশো বৃত্তি নিয়ে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এপ্লাইড বায়োলজিক্যাল কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন। দেশী বিদেশী জার্ণালে তাঁর প্রায় ৬০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৫ জন শিক্ষার্থীর এমএস এবং ১ জন শিক্ষার্থীর পিএইচডি’র তত্ত্বাবধায়ক হিসেবে তিনি সুনামের সাথে কাজ করেছেন।

 

তিনি আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন এবং সুইজারল্যান্ড, জাপান, থাইল্যান্ড, বাহরাইন, সিঙ্গাপুর, নেপাল ও ভারত ভ্রমণ করেন। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

Spread the love