
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ভর্তি পরীক্ষা-২০১৫ এ ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিএইচ.ডি’র ছাত্র অরুণ কান্তি রায় সিটন, বিজনেস স্টাডিজ অনুষদের লেভেল-৪ সেমিষ্টার-১ এর ছাত্র এস এম জাহিদ হাসান ও টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ সেমিষ্টার-১ এর ছাত্র অনিন্দ্য দত্ত অন্তুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় দিনাজপুর প্রেসক্লাবে বহিস্কৃত ৩ ছাত্রের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র সংগ্রাম পরিষদ নেতা রফিকুল ইসলাম।
এ সময় বহিস্কৃত পিএইচ.ডি’র ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় সিটন বলেন, বিজনেস স্টাডিজ অনুষদের লেভেল-৪ সেমিষ্টার-১ এর ছাত্র ও আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি এস এম জাহিদ হাসান ও টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ সেমিষ্টার-১ এর ছাত্র এবং ছাত্রলীগ নেতা অনিন্দ্য দত্ত অন্তু উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে পিএইচ.ডি’র ছাত্র অরুণ কান্তি রায় সিটন অভিযোগ করে বলেন, ডিজিটাল জালিয়াতির অভিযোগে ভর্তি পরীক্ষার কেন্দ্র হতে ১টি ছেলে ধরা পরে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু হঠাৎ করে ঘটনার দিন সন্ধায় আমি জানতে পারি যে, আটককৃত ছেলেটিকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে উত্তর পাঠানোর অপরাধে আমাকে সাময়িক বহিস্কার করা হয়।
এ ঘটনায় আমাকে আক্রোশমূলক ভাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মুখরোচক মনগড়া কিছু গল্প বলে ও পরিকল্পনামূলক ভাবে ফাঁসানো হয়েছে তা স্পষ্ট। কারন আটককৃত পরীক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কখনই আমার কথা বলে নাই। ছেলেটিকে পুলিশে না দিয়ে ৪ ঘন্টার অধিক সময় উপচার্যের কক্ষে আটক রাখা হয়। তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও প্রলভোন দেখিয়ে মনগড়া কিছু স্বীকারোক্তি নিয়ে ৫ মিনিটের মধ্যে ডিসিপ্লিন কমিটির মিটিং ডাকা হয়। মিটিংএ কোনরকম যুক্তিকতা ছাড়াই, কোন তথ্য প্রমান ছাড়া ১০ মিনিটের মধ্যে আমাকে বহিস্কার করা হয়। কোন প্রকার আত্নপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই, কোন সুনির্দিষ্ট তথ্য প্রমান ছাড়া ছাড়া অতি অল্প সময়ের মধ্যে বহিস্কার আদেশ দেওয়া সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং অনৈতক।
এই বহিস্কার আদেশ যে অবৈধ তা পরবর্তীতে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তে প্রমানিত হয়। উপচার্য রিজেন্ট বোর্ডে বহিস্কার আদেশটি স্থায়ী করার প্রস্তাব উপস্থাপন করলে সম্মানিত বোর্ড সদস্যরা তাতে আপত্তি করেন এবং পুনরায় কারন দর্শানোর নোটিশ করার সিদ্ধান্ত দেন। বহিস্কারের ১৬ দিন পর আমাকে কারন দর্শানোর নোটিশ করেন। যেটি সম্পূর্ণ হাস্যকর এবং অনৈতিক। তবুও রিজেন্ট কোর্ডের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে সেই নোটিশ গ্রহন করি এবং কারন দর্শানোর সিদ্ধান্ত নেই। কিন্তু সেই সময় আগামী রবিবার পর্যন্ত থাকলেও বুধবারে আমি জমা দিতে গেলে তখন সময় শেষ হয়েছে বলে কারন দর্শানোর নোটিশ গ্রহন করেননি।
পরবর্তীতে আমি কুরিয়ার এবং ই-মেইলেন মাধ্যমে অফিস চলাকালীন সময়ে কারন দর্শানো পত্রটি জমা দেই।
আমরা সুস্থ রাজনীতি করতে গিয়ে এই উপাচার্যর নোংরা রাজনীতির স্বীকার হয়েছি। তাই আমি বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপ্রতি এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে এই জেদি এবং স্বৈরাচারী উপাচার্যের অপসারণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার আহববান জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সহযোগীতা করার অপরাধে হাবিপ্রবি’র কর্তৃপক্ষ বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি এসএম জাহিদ হাসানকে সাময়িক বহিস্কার করে। ওই ২ ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৪ নভেম্বর মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।