শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবির ভিসির আপসারনের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

জিন্নাত হোসেন : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২ ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে এবং হাবিপ্রবির ভিসির অপসারনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহিস্কারাদেশ প্রত্যাহার করা না হলে গণতান্ত্রিক ধারায় আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।

৯ নভেম্বর রোববার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল অভিযোগ করেন, শিক্ষার্থীকে বহিস্কারের প্রতিবাদে শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশগ্রহন করবে তাদের জীবন ধ্বংস ও তাদেরকে গ্রেফতারের হুমকী দিয়েছে শিক্ষকরা। পাশাপাশি ছাত্রীরা যাতে মিছিল কিংবা আন্দোলন কর্মসূচীতে অংশগ্রহন না করে সেজন্য হলে গিয়ে তাদেরকে চি‎‎হনত করে বহিস্কারসহ বিভিন্ন শাস্তির ব্যবস্থা করা হবে বলে শিক্ষকরা হুমকী দিয়েছে।

এর আগে সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ছাত্রলীগের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

হাবিপ্রবি’র ছাত্রলীগের আহবানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২ জন শিক্ষার্থীর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে তখন গত শনিবার এর প্রতিবাদে ৩০/৪০ জন শিক্ষক মিছিল বের করে। মিছিল চলাকালে শিক্ষকরা শিক্ষার্থীদের আন্দোলনের ব্যানার-পোষ্টার তুলে নিয়ে যায়। এ সময় হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক পরিষদের সহ-সভাপতি ড. আনিস খান ও ছাত্র উপদেষ্টা শাহাদৎ হোসেন লিখন শিক্ষার্থীদের গায়ে ধাক্কা দেয় এবং তাদের জীবন ধ্বংসসহ পুলিশকে দিয়ে গ্রেফতারের হুমকী প্রদান করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশ্নপত্র প্রনয়ন ও বিতরনে প্রশাসনের কর্মকর্তারাই দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শাহাদৎ হোসেন লিখন প্রশ্নপত্র ফাঁসের পূর্বাভাস পেলে কোন পদক্ষেপ গ্রহন করেননি। এতেই প্রমাণীত হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় প্রশাসনের কিছু কর্মকর্তা জড়িত। বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ড. বলরাম রায় বিশ্ববিদ্যালয়ের গাড়ীর তেল চুরির দূর্ণীতির সাথে জড়িত। যা এখন তদন্তাধীন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিষ্ট্রার সহ প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন দূর্ণীতির কার্যকলাপের প্রতিবাদ করায় আক্রোশমূলকভাবে ছাত্রলীগকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত এই প্রশাসন বলে অভিযোগ করা হয়।

মানববন্ধন কর্মসূচী ও সংবাদ সম্মেলনে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, প্রকাশনা সম্পাদক আহসান হাবিব রিজভি, আবাসিক হল ডি-৪ শাখার সভাপতি আহসান হাবিব শাওন, মাসুমা পারভেজ, মারুফা শারমিন তৃষ্ণা, ভিএনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক। আটক অবুল হোসেন লিটন জানায়, তাকে ক্যালকুলেটরের ছদ্মাবরনে মোবাইল ডিভাইস এই ক্যালকুলেটরটি আমার বন্ধুর বড় ভাই দিয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স পাশ করেছেন তার নাম মনির। তিনি ৫০ হাজার টাকার চুক্তিতে আমাকে এটি দিয়েছে। এ ঘটনায় হাবিপ্রবি’র কর্তৃপক্ষ বিকেলে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করে। ওই ২ ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে তারা মঙ্গলবার রাত থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করে। পরের দিন বুধবার সকাল থেকেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে আসছে।

 

Spread the love