সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবির সাথে আরডিএ-এর সমঝোতা স্মারক

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-বগুড়া এর মধ্যে এক সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। সম্প্রতি পল্লী উন্নয়ন একাডেমির ২৪তম সম্মেলনে সকল অতিথিবৃন্দের সম্মুখে আনুষ্ঠানিকভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান এবং আরডিএ’র পক্ষে ভারপ্রাপ্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার এম এ মতিন সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর মো. রুহুল আমিন, সাবেক সচিব, আরডিএ’র সাবেক মহাপরিচালকবৃন্দ, ফ্যাকাল্টি মেম্বারগণ, আরডিএ’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সম্মানীত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তি স্বাক্ষরের ফলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া এর মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, প্রশিক্ষণ, সম্প্রসারণ, বৃত্তি, ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. রুহুল আমিন বলেন, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার বিভিন্ন কর্মসূচি বিশেষ করে বিগত চার দশকে পল্লী উন্নয়নের ক্ষেত্রে আধুনিক ধ্যান-ধারণা ও কৌশল কাজে লাগিয়ে লাগসই জীবিকায়ন প্রযুক্তির উদ্ভাবন ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে টেকসই ও নবায়নযোগ্য পল্লী উন্নয়ন মডেল উদ্ভাবন করে গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ প্রতিষ্ঠানের সাথে হাবিপ্রবি’র একটি সমঝোতা স্মারক সম্পন্ন হওয়ায় শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও সম্প্রসারণ কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে জাতীয় প্রত্যাশা পূরণে আমরা সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার গভীর আশাবাদ ব্যক্ত করছি।

পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার এম এ মতিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরডিএ’র ২৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন এর পরিচালক ও কনভেনর মো. ফিরোজ হোসেন।

আরডিএ’র মহাপরিচালক মহোদয় হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন ও রেজিস্ট্রার মো. নজিবুর রহমানকে সাথে নিয়ে আরডিএ এর গবেষণা, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রম পরিদর্শন করেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় ও রেজিস্ট্রার মহোদয় আরডিএ’র কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং ভূয়শী প্রশংসা করেন।

 

Spread the love