দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। হরতালের মধ্যেও পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ি ২ থেকে ৫ নভেম্বর যথারীতি অনুষ্ঠিত হবে বুধবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে ভর্তি পরীক্ষা কমিটি।
বৃহস্পতিবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা কমিটি এক জরম্নরী সভা অনুষ্ঠিত হয়। আগামী ২ নভেম্বর তারিখের অনুষ্ঠিত পরীক্ষা আগামী ৬ নভেম্বর এবং ৩ নভেম্বর তারিখের অনুষ্ঠিত পরীক্ষা আগামী ৭নভেম্বর অনুষ্ঠিত হবে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষার অন্যান্য বিষয় এবং আসন বিন্যাসও অপরিবর্তিত থাকবে।
হাবিপ্রবি ভাইস-চ্যাঞ্জেলর এবং ভর্তি পরীক্ষা কমিটির প্রধান প্রফেসর মোঃ রুহুল আমীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd-এ পাওয়া যাবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ১৭৬০ আসনের বিপরীতে ৫৭ হাজার ৩’শ ৭৬জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করেছে। এবার প্রতি আসনের বিপরীতে ৩৩জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে।