বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবি’র ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মাহবুবুর রহমান খান : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর ২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের সব ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। শনিবার ‘সি’ (বাণিজ্য) ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.৩০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ (বাণিজ্য) এবং বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিট, ৫ নভেম্বর ‘ডি’ ও ‘বি’ ইউনিট ও ৭ নভেম্বর ‘এফ’ ও ‘সি’ (বিজ্ঞান/মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পরীক্ষার্থী, জেলা প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, জেলা সেবাদানকারী সংস্থা ও জেলার বিভিন্ন সংস্থাসহ সংশি­ষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

উলে­খ্য, বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রায় ২ হাজার আসনের বিপরীতে ৫৭ হাজার ৩’শ ৬১জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

Spread the love