দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর-এর ২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল সোমবার বিকাল ৫টায় প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফল ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
‘ডি’ ইউনিটের ড্রয়িং পরীক্ষা এবং সব ইউনিটের ভর্তির তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে জানানো হবে।
হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখা সেকশন অফিসার মোঃ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।