দিনাজপুর প্রতিনিধি : অনিবার্য কারণবশত হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের পূর্বনির্ধারিত ৬ নভেম্বর বৃহস্পতিবারের সব ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচিতে ৬ নভেম্বরের ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর শনিবার সকাল ৯.৩০ টা থেকে বেলা ১১টা ও বিকাল ৩ টা থেকে বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভর্তি সংক্রামত্ম বিসত্মরিত তথ্য ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd-এ পাওয়া যাচ্ছে।