প্রেস বিজ্ঞপ্তিঃ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি এ এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা শনিবার এক যুক্ত বিবৃতিতে বলেন অবিলম্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
তারা বলেন প্রতিষ্ঠার পর থেকে দিনাজপুরে হাজী মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কখনও গণতান্ত্রিক অধ্যাদেশের দ্বারা একটি স্বয়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হয়নি। যার ফলে যখন যে সরকার ক্ষমতায় এসেছে তার পছন্দের ব্যক্তিদের অগণতান্ত্রিক ভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়কে একটি আজ্ঞাবাহ প্রতিষ্ঠানে পরিণত করেছে।
বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্বৈরতন্ত্র কায়েম করতে সবসময় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে নানা রকম অবৈধ সুযোগ সুবিধা প্রদান করে সন্ত্রাস – দখলদারিত্ব কায়েম করেছে যার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থী ও তাদের শিক্ষা জীবন। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অবৈধ ক্ষমতা কেন্দ্রীক ভোগ দখলের স্বার্থে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। সমাজতান্তিক্র ছাত্র ফ্রন্ট অবিলম্বে ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও সকল প্রকার দূরনীতির সুষ্ঠু তদন্ত করে জড়িতের বিচারে দাবী জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ও গণতান্ত্রিক অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনার দাবী জানান। তারা এই দাবীতে সকল ছাত্র-শিক্ষক-অভিভাবক- শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে ঐক্যবদ্ধ হয়ে দিনাজপুরের সুনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে রক্ষার আহবান জানান।