ঢাকা সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে তার তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে তারা দু’দেশের বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দরিদ্রমুক্ত দক্ষিণ এশিয়া গঠনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ একযোগে কাজ করলে তা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
এর আগে পররাষ্ট্র সচিব এম. শহিদুল হকের আমন্ত্রণে সুজাতা সিং সকালে দু’দিনের সফরে ঢাকা পৌঁছান। এম্বাসেডর এট লার্জ এম. জিয়াউদ্দিন, মূখ্য সচিব এম. ওয়াহিদুজ্জান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ অন্যদের এ সময় উপস্থিত ছিলেন।