শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হিজড়াদের র‍্যালি

রাজধানী ঢাকায় হিজড়া সম্প্রদায় একটি বর্ণাঢ্য প্যারেড বা র‍্যালি করেছে।

তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে সরকারি স্বীকৃতি দেয়ার এক বছর পূর্তিতে এই প্যারেড আয়োজন করে।

প্যারেড থেকে হিজড়াদের অধিকার নিয়ে নানা দাবি তোলা হয়। তবে দাবি-দাওয়ার চাইতে উৎসবের দিকেই উৎসাহ বেশি ছিল। রংচঙে সাজ পোশাকে নেচে গেয়ে হিজড়ারা এই র‍্যালিতে অংশ নেয়।

Spread the love